× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধান শিক্ষকের অনিয়ম ও স্বেচ্ছাচারীতায় বিরুদ্ধে মানববন্ধন

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

১৪ জুলাই ২০২৪, ১৭:০০ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দিবাকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলাম ইফসির বিরুদ্ধে ম্যানেজিং কমিটির এডহক কমিটি গঠনে অনিয়ম ও স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুলাই রোববার বেলা  ১১ টায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে দিবাকরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এলাকার শতাধিক স্থানীয় মানুষের অংশগ্রহনে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য একরামুল হক,  দিবাকরপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক এনামুল হক, প্রাক্তন শিক্ষক মতিয়র রহমান সহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, বিদ্যালয়ের নিয়মিত কমিটির মেয়াদ শেষ হওয়ার পর অতি গোপনে নিজের পছন্দমত ব্যক্তিকে এডহক কমিটি গঠনের পায়তারা করছে।

  ইতিপূর্বে প্রধান শিক্ষক  তার পছন্দসই ব্যক্তিকে বিদ্যালয়ের সভাপতি মনোনীত করে শিক্ষক কর্মচারী নিয়োগে অর্ধকোটি টাকার নিয়োগ বাণিজ্য করেছেন বলে অভিযোগ তোলেন । অবিলম্বে অনিয়ম ও স্বেচ্ছাচারীতার গঠিত ও বহিরাগতদের নিয়ে প্রধান শিক্ষকের পকেট এডহক কমিটি বাতিল করে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে স্থান দেওয়ার দাবী জানান বক্তারা ।

বিদ্যালয়ের সাবেক সভাপতি আইনুল হক বলেন, আমার মেয়াদ শেষ হওয়াই প্রধান শিক্ষক তার মনোনীত বহিরাগতদের দিয়ে এডহক কমিটি গঠনের পায়তারা করছে। তবে প্রতিষ্ঠানটি যেহেতু শহরের বাহিরে সেহেতু এলাকার ব্যক্তিদের মাঝ থেকে যোগ্য একজন ব্যক্তিকে এডহক বা ম্যানেজিং কমিটিতে স্থান দেওয়া উচিত বলে তিনি মনে করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলাম ইফসি বলেন, নিয়মিত কমিটি না থাকায় সকল নিয়ম মেনে এডহক কমিটির জন্য প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। এ বিষয়টিকে কেন্দ্র করে আমাকে হেয়  করার জন্য এগুলো কার্যক্রম করছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.