× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষার্থীদের আন্দোলনে নগরীতে তীব্র যানজট

বরিশাল ব্যুরো

১৪ জুলাই ২০২৪, ১৬:৪৪ পিএম

কোটা বাতিলের আন্দোলনে অচল বরিশাল নগরী সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল নগরীর প্রধান সড়কে ঘণ্টাব্যাপী অবরোধ করছেন শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সদর রোডের কাকলীর মোড়ে এই অবরোধ করেন সরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। এ সময় পুরো নগরীতে যানজটে অচলাবস্থা দেখা দেয়। এর প্রভাবে আশপাশের গুরুত্বপূর্ণ সড়কের যানবাহনেও দেখা দেয় ধীরগতি।

এ সময় শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা বাদে বৈষম্যমূলক সব কোটা বাতিলের দাবি জানায়।

শিক্ষার্থীরা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এ দেশকে মুক্ত করা হলেও আজ কোটা পদ্ধতি পাকিস্তানি শোষণ-বৈষম্য বহন করছে। আমরা এ কোটা পদ্ধতি থেকে মুক্তি চাই। আমাদের দাবি হলো— মেধার ভিত্তিতে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া চালানো হোক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.