× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাতের আঁধারে শতাধিক কলাগাছ কাটলো দুর্বৃত্তরা

বদরগঞ্জ রংপুর প্রতিনিধি

১৪ জুলাই ২০২৪, ১৪:৩৪ পিএম

রংপুরের বদরগঞ্জে রাতের আঁধারে এক কৃষকের বাগানের শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুলাই) রাতে উপজেলার কালুপাড়া ইউনিয়নের শংকরপুর উত্তরপাড়া গ্রামের মো. মহসিন আলীর কলাবাগানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শংকরপুর উত্তরপাড়া গ্রামের মহাসিন আলীর ১০ কাঠা জমির উপরে কলাবাগান চাষ করেছেন। দুই মাসের  মধ্যে কলা গাছগুলোতে ফলন ধরবে। হঠাৎ রাতের আধাঁরে কেবা কাহারা তার কলা বাগানের ভিতরে ১০২ টি কলাগাছ কেটে ফেলেছে। মহসিন আলীর সঙ্গে কারো ঝগড়া-বিবাদ নেই বলে জানান স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত কৃষক মহাসিন আলী বলেন, গতকাল আমি আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আজ সকালে জানতে পারি রাতের আঁধারে কে বা কাহারা আমার বাগানের ১০২ টি কলাগাছ কেটে ফেলেছে। এ কথাটি শুনে আমি সকালেই আত্মীয়র বাড়ি থেকে চলে আসি। আমার জমিতে প্রায় ৭০০ টি কলা গাছ রোপন করেছি। কলাবাগানের ভিতরে ১০২ টি কলাগাছ শত্রুতা করে কেটে ফেলেছে। আমি সঠিক তদন্ত মাধ্যমে অপরাধীদের শাস্তি কামনা করি।

এ ঘটনায় বদরগঞ্জ থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবু হাসান কবির বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.