× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাঁজা কুড়াতে হুড়োহুড়ি

নাটোর প্রতিনিধি

১৪ জুলাই ২০২৪, ১৪:৩০ পিএম

মাদকদ্রব্য গাঁজা কুড়াচ্ছে শতশত জনগন। এমন ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গায়। শনিবার (১৩ জুলাই) সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার মাধনগরে এমন দৃশ্য দেখা যায়। বিষয়টি এখন টপ অফ দ্যা এরিয়া।

স্থানীয় এলাকাবাসী হাসান আলী, রাকিব হোসেনসহ অনেকে জানান,উপজেলার মাধনগর রেলস্টেশনের দক্ষিনে ২৫৩ নং পিলারের কাছে,কয়েক কেজি গাঁজা দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি ছড়িয়ে পরলে শতশত জনগন সেখানে ভীড় জমায়। তারা আরও জানান,অনেকের ধারনা রাতের কোন এক সময় এই মাদকদ্রব্য গাঁজা ট্রেন থেকে ফেলা হয়েছে। একটি গাঁজার ব্যাগও ছিলো আর চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পরে ছিলো প্রচুর গাঁজা,অনেকে আসছে কুড়িয়ে নিয়ে যাচ্ছে।

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো.ইমদাদুল হক মিলন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান,রেল স্টেশনের দক্ষিণে মাছের আড়তের কাছে, প্রচুর লোক দেখা যায়। পরে জানা যায়,সেখানে জনগন মাদকদ্রব্য গাঁজা কুড়াচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসন তদন্ত করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.