× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মরণ ফাঁদে পরিণত রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী

নবীনগর উপজেলা প্রতিনিধি

১৪ জুলাই ২০২৪, ১৩:৫৬ পিএম । আপডেটঃ ১৪ জুলাই ২০২৪, ১৪:০০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা নারুই ইমামবাড়ী থেকে কাইতলা দক্ষিণ ইউনিয়ন পর্যন্ত ১১.০২ কিলোমিটার কলেজ রোড নামক রাস্তাটি এখন জনসাধারণের জন্য রাস্তা নয়, যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

রাস্তাটি সংস্কার না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারী ও সাধারণ যানবাহন। এ রাস্তা দিয়ে যান চলাচল করা তো দূরের কথা। পায়ে হেঁটে যাওয়াও কষ্টসাধ্য।

তবুও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে তিন ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ। দীর্ঘদিন যাবত এ রাস্তাটি সংস্কার না হওয়ায় পণ্য পরিবহনেও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। 

এব্যাপারে এ রাস্তার চলাচলকারী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির কাজ না হওয়ায় বর্তমানে স্থানে-স্থানে ভেঙ্গে এত বেশি পরিমাণ গর্ত সৃষ্টি হয়েছে যে, গাড়ি চলাচল করতে নানা ধরণের অসুবিধা সৃষ্টি হচ্ছে।

বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসা  শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ প্রতিদিন উপজেলা ও জেলা সদরের সাথে যোগাযোগ করতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। 

এব্যাপারে কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হবার আগে থেকেই এ রাস্তাটি চলাচলের জন্য একদম অনুপযোগী।

ইতিমধ্যে আমি স্থানীয় সাংসদ ফয়জুর রহমান বাদল মহোদয়ের সাথে রাস্তাটি সংস্কারের বিষয়ে কথা বলেছি, তিনি আমাকে রাস্তাটি সংস্কার করে দিবেন বলে আশ্বশ্ত করেছেন যার প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করছি অচিরেই রাস্তাটি সংস্কার কাজ শুরু হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.