× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাউফলে ৪৭ ব্যক্তি চিকিৎসার জন্য পেলো ২৩ লাখ টাকা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

১৩ জুলাই ২০২৪, ১৭:৪৬ পিএম । আপডেটঃ ১৩ জুলাই ২০২৪, ১৯:২৩ পিএম

পটুয়াখালীর বাউফলে ক্যান্সার, কিডনি, স্টোকজনিত প্যারালাইজড, লিভারসিরোসিস, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ৪৭ জন ব্যক্তির মাঝে এককালীন চিকিৎসা সহায়তা বাবদ প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।  
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বাউফল উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শনিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ চেক বিতরণ করা হয়। 
সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল যোগ দিয়ে সুবিধাভোগিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। 
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী  পরিচালক এস.এম শাহজাদা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু,
 উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাবেক সভাপতি হারুন অর রশিদ প্রমূখ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.