× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিখোঁজের ৬ দিন পর জঙ্গল থেকে লাশ উদ্ধার

বদরগঞ্জ রংপুর প্রতিনিধি

১৩ জুলাই ২০২৪, ১২:৪৭ পিএম

রংপুরের বদরগঞ্জে নিখোঁজ হওয়ার ৬ দিন পর জিকরুল হক (৪০) নামের এক অর্ধগলিত লাশ জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকাল ১০ টায় দামোদরপুর ইউনিয়নের আমরুল বাড়ি পলিপাড়া গ্রামের পাশে বটতলী ও কদমতলী নামক স্থানের পাশে আলালের ইটভাটার পশ্চিমে একটি জঙ্গলের ভিতর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

জিকরুল হক দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি পলিপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি ভ্যান চালাতেন। তিনি পলিপাড়া গ্রামের মৃত মজমুল হকের ছেলে।

স্থানীয় ও পরিবারের লোকজন জানান, গত ৮ জুলাই সকালে বাড়ি থেকে বের হয়ে যান জিকরুল। দুপুরেও বাড়ি ফেরেনা। পরিবারের লোকজন ভেবেছিল রাতে আসবে কিন্তু রাতেও আসেনি। পরে স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তার কোন খবর পাওয়া যায়নি।

আজ নিখোঁজ হওয়ার ছয়দিন পর সকালে জঙ্গলের পাশে ঘাস কাটত গিয়ে দুর্গন্ধ পেয়ে জঙ্গলে গিয়ে লাশ দেখতে পায় এলাকাবাসী। স্থানীয় লোকজন বদরগঞ্জ থানায় খবর দিলে জঙ্গল থেকে লাশ উদ্ধার করে বদরগঞ্জ থানায় নিয়ে আসেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.