কিশোরগঞ্জের কটিয়াদীতে ফসলের জমি থেকে ক্ষতবিক্ষত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ১২ জুলাই সকালে কটিয়াদী পৌর এলাকার হালুয়াপাড়া গ্রামের ফসলের মাঠ থেকে লাশটি উদ্ধার করে কটিয়াদী মডেল থানার পুলিশ৷ উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে৷ নিহতের নাম স্মৃতি আক্তার (২৪)৷ তিনি হালায়াপাড়া গ্রামের মানিক মিয়ার মেয়ে।
জানা যায়, কটিয়াদী উপজেলার বাগরাইট এলাকার মানিক মিয়ার ও ফেরদৌসারা বেগমের মেয়ে ম্মৃতি(২৪)। তার স্বামীর বাড়ি পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের বেলদী গ্রামের বিল্লাল ভূইয়ার ছেলে আমিন ভূইয়া (কাতার প্রবাসী) বধু। বৃহস্পতিবার রাতে কোন একসময় দূর্বৃত্তরা স্মৃতির বাপের বাড়ি কাছেই হত্যা করে ফেলে যায়৷ সকালে বাড়ির অদূরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে কটিয়াদী থানার ওসির নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে৷
অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে৷ অপরাধীদের আইনের আওতায় আনা হবে। একাধিক টিম কাজ করছে৷
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ফসলের জমি থেকে ক্ষতবিক্ষত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে৷ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্ততি চলছে।