× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কটিয়াদীতে ফসলের মাঠ থেকে ক্ষতবিক্ষত নারীর লাশ উদ্ধার

কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি

১২ জুলাই ২০২৪, ১৭:৪৬ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে ফসলের জমি থেকে ক্ষতবিক্ষত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ১২ জুলাই সকালে কটিয়াদী পৌর এলাকার হালুয়াপাড়া গ্রামের ফসলের মাঠ থেকে লাশটি উদ্ধার করে কটিয়াদী মডেল থানার পুলিশ৷ উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে৷ নিহতের নাম স্মৃতি আক্তার (২৪)৷ তিনি হালায়াপাড়া গ্রামের মানিক মিয়ার মেয়ে।

জানা যায়, কটিয়াদী উপজেলার বাগরাইট এলাকার মানিক মিয়ার ও ফেরদৌসারা বেগমের  মেয়ে  ম্মৃতি(২৪)। তার স্বামীর বাড়ি পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের বেলদী গ্রামের বিল্লাল ভূইয়ার  ছেলে  আমিন ভূইয়া (কাতার প্রবাসী) বধু। বৃহস্পতিবার রাতে কোন একসময় দূর্বৃত্তরা স্মৃতির বাপের বাড়ি  কাছেই হত্যা করে ফেলে যায়৷ সকালে বাড়ির অদূরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে কটিয়াদী থানার ওসির নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে৷

অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে৷ অপরাধীদের আইনের আওতায় আনা হবে। একাধিক টিম কাজ করছে৷

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ফসলের জমি থেকে ক্ষতবিক্ষত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে৷ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্ততি চলছে।




Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.