× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নবীনগরে ছেলেকে খুঁজতে গিয়ে মাও নিখোঁজ

নবীনগর উপজেলা প্রতিনিধি

১২ জুলাই ২০২৪, ১৭:২৫ পিএম । আপডেটঃ ১২ জুলাই ২০২৪, ১৭:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ দুপুরে মায়ের সাথে সিয়াম (৬) নামের এক শিশু সন্তান চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হয়।

পরে সন্তানকে খুঁজতে গিয়ে দিনভর নিখোঁজ রয়েছেন ওই সন্তানের মা রিনা বেগম।নিখোঁজ রিনা বেগম নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ গ্রামের মালদ্বীপ প্রবাসী রায়হান মিয়ার স্ত্রী এবং সিয়াম তাদের ছেলে।এ বিষয়ে নিখোঁজ সিয়ামের বাড়িতে জানতে গেলে তার চাচা ওবায়দুল হক বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় রিনা তার ছেলে সিয়ামকে ডাক্তার দেখাতে নিয়ে যান, চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শ ও ওষুধ আনতে গেলে ওই সময় সিয়াম হারিয়ে যায়।

হাসপাতালে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি, ওই সময় হাসপাতালের সামনে থাকা এক পথচারী রিনাকে বলেন, একটি ছেলে রসুল্লাবাদ গ্রামের অটোরিকশায় উঠতে দেখছি। এই কথা শুনে রিনা ছেলের খোঁজে বেড়িয়ে যান।

আমাকে দুপুর ১টার দিকে রিনা কল করে সিয়াম নিখোঁজ হওয়াসহ এসব কথা জানান। তখন রিনা আমাকে নবীনগর ফল বাজারে আছে এবং তার মোবাইলে চার্জ নেই এ কথাও বলেছে। এটাই ছিল তার সাথে শেষ কথা। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

তিনি আরো বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরাও সিয়ামকে খোঁজতে বেড়িয়ে যায়। এলাকায় মাইকিং করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ছবি দিয়ে নিখোঁজ হবার সংবাদ প্রচার করা হচ্ছে। দিন শেষে রাত হয়ে গেলো এখনো তাদের কোনো খোঁজখবর পাইনি।

এ দিকে, একদিকে ছেলে নিখোঁজ, অন্যদিকে ছেলেকে খোঁজতে গিয়ে মা-ও নিখোঁজ। এই ঘটনার পর থেকে গোটা নবীনগরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এলাকাবাসী সিয়ামদের বাড়িতে ভীড় করছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মা ও ছেলের কোনো খবর পাওয়া যায়নি। বাজারের সিসি ক্যামেরা ফুটেজেও তাদেরকে দেখা যাচ্ছে না।

সন্ধ্যায় এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, এ বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.