× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প ও ঔষুধ বিতরণ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

১১ জুলাই ২০২৪, ১৬:৫৬ পিএম

দীঘিনালায় তিন শতাধিক অসহায় ও চিকিৎসা বঞ্চিত স্থানীয় মানুষের মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলাধীন বাবুছড়া ইউনিয়নের বাবুছড়ামুখ উচ্চ বিদ্যালয়ে এ বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরণ প্রদান করে দীঘিনালা সেনা জোন। 

এসময় দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এছাড়াও অন্যদের মধ্যে বাবুছড়া সাব- জোন কমান্ডার মেজর নাজমুল হাসান রিজভী, জোন সদরের চিকিৎসক আরএমও ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি, ওয়ারেন্ট অফিসার হারুন আর রশিদ সহ দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা, ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা ও বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা উপস্থিত ছিলেন। 

দীঘিনালা সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক পিএসসি বলেন, ‘চিকিৎসা বঞ্চিতদের নূন্যতম চিকিৎসা প্রদানের লক্ষ্যেই বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প ও ঔষুধ বিতরণ করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘সেনাবাহিনীর দীঘিনালা জোন নিয়মিত কাজের পাশাপাশি অতীতের ন্যায় ভবিষৎতেও স্থানীয়দের পাশে থাকবে।’


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.