রংপুরের পীরগঞ্জে নিখোঁজের একদিন পর করতোয়া নদীর চরে পওয়া গেলো মোতাল্লেব (১০) নামের ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
বুধবার (১০ জুলাই) সকালে পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের মাটিয়ালপাড়া গ্রামের তীর ঘেষা করতোয়ার চর থেকে এর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোতালেব উপজেলার ঘাটিয়াল পাড়া গ্রামের রাজা মিয়ার তৃতীয় পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর বাড়ী থেকে নিখোঁজ হয় মোতালেব নামের ওই শিশু। এরপর অনেক খোঁজাখুজি করে তার সন্ধান পায়নি পরিবার । আজ (১০ জুলাই) সকাল ৭ টায় একই গ্রামের আপেল নামের এক ব্যক্তি ওই চরে ঘাস কাটতে গিয়ে একটি ঝোপের মধ্যে ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেই মরদেহ উদ্ধার করে ।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যাকান্ড কিনা । তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত অব্যাহত থাকবে।