মাদারীপুরের কালকিনি ফাজিল মাদ্রাসার (দাখিল-২০২৪ইং) কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে মাদ্রাসার শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাহমিনা বেগম।
অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আশরাফুজ্জামান, অধ্যক্ষ মুহাম্মদ হাবিবুবর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো.বেল্লাল হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হক সরদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন আ.লীগ নেতা লুৎফর সরদার, উপজেলা ছাত্রলীগের সাবের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ শহিদ ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিল সহ অভিভাবকবৃন্দ।