পটুয়াখালীর বাউফলে অটোগাড়ীর মুখোমুখি সংঘর্ষে মোঃ সেলিম সরদার (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার সকাল দশটায় কালাইয়া-বাউফল সড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটেছে।
নিহত সেলিম সরদার বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা আর্শেদ সরদারের ছেলে।
জানা গেছে, ঘটনার দিন সকাল ১০টার দিকে একটি ব্যাটারিচালিত অটোগাড়ী যোগে শ্বশুর সেলিম সরদার অসুস্থ পুত্রবধূ মাহফুজা বেগমকে চিকিৎসার জন্য বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হয়। অটোগাড়ীটি ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোগাড়ীর সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় সেলিম সরদার, তার পুত্রবধু মাহফুজা বেগম (৩২) ও সিদ্দিক সরদার (৭৯) অটোগাড়ী থেকে ছিটকে রাস্তায় পরে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় কিছুক্ষণ পরে শ্বশুর সেলিম সরদার মারা যায়।
আহত মাহফুজা বেগম ও সিদ্দিক সরদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাতেমা আক্তার বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অপর দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শের- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।