× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে প্রতিপক্ষের ঘুষিতে শ্রমিকের মৃত্যু

সিলেট, প্রতিনিধি

০৮ জুলাই ২০২৪, ২১:৪৫ পিএম । আপডেটঃ ০৮ জুলাই ২০২৪, ২২:০৯ পিএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং কোয়ারিতে বালু উত্তোলনের সময় নৌকা রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘুষিতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত আরেক শ্রমিককে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে জাফলংয়ের নয়াবস্তি গ্রামের পাশের নদীতে বালু উত্তোলনকালে এ ঘটনা ঘটে।

নিহত উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামের করিম হোসেনের ছেলে আব্দুর নূর (৩৫)। আটক উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর গ্রামের রুস্তম খার ছেলে হোসেন মিয়া (৩৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি জানান, প্রতিদিনের মতো জাফলং নদীতে নৌকা নিয়ে বালু উত্তোলনের কাজে যান শ্রমিকরা। সে সময় নৌকা রাখাকে কেন্দ্র করে আব্দুর নূর ও হোসেনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে হোসেনের ঘুষিতে আব্দুর নূর পাশে থাকা নৌকায় লেগে মাথায় আঘাত পেয়ে নদীতে পড়ে তলিয়ে যান। পরে নূর পানি থেকে আর উঠতে পারেন নি। স্থানীয়রা ৪০ মিনিট খোঁজাখুঁজি করে নদী থেকে তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহত আব্দুর নূরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখন কোন মামলা হয়নি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.