বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার শম্ভুপুরের পানাউল্লাহ চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হাজী শাহিন মিয় (৪৫) ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর মধ্য পাড়ার মৃত জজ মিয়া ছেলে। তিনি ভৈরবে পাদুকা মেটেরিয়ালের ব্যবসা করতেন। এছাড়া তিনি পাদুকা মেটেরিয়াল ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন।
এছাড়া ঘাতক ট্রাক চালক নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রহিছ উদ্দিন ছেলে সিরাজুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী সিয়াম জানান, আমি আর আমরা দোকান মালিক শাহিন আমরা একটি কাজের জন্য বাজিতপুর কোর্টে গিয়েছিলাম। সেখান থেকে মোটর সাইকেল করে আমরা ভৈরবের দিকে ফিরছিলাম। আমরা যখন শম্ভুপুর আসি তখন একটি মালবাহী ট্রাক আমাদের কে চাপা দেই। তখন আমার দোকান মালিক আমাকে মোটর সাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমি বাঁচে যায়। কিন্তু তিনি ট্রাকের পিছনের চাকার নিচে চলে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহিন মিয়া বাজিতপুর থেকে ভৈরবে আসছিল। আর ট্রাক চালক নেত্রকোনা থেকে মালবোঝায় করে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে
যাচ্ছিল। তারা যখন ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ভৈরবের শম্ভুপুরে এলাকায় আসে তখন ট্রাকটির বাম দিক দিয়ে মোটর সাইকেলটি ওভারটেক করতে চাইলে এই দুর্ঘটনাটি ঘটে। এতে শাহিন মিয়া ট্রাকের পিছনের চাকার মধ্যে চলে যায়। এছাড়া মোটর সাইকেলে থাকা আরেকজন আরোহীকে সিয়াম কে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় সে বেঁচে যায়।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজু মিয়া জানান, দুর্ঘটনার কথা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। গাড়ি ও ড্রাইভারকে আটক করা হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হবে।