× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নবীনগরে জলাবদ্ধতায় শতাধিক মানুষের ভোগান্তি

নবীনগর প্রতিনিধি

০৪ জুলাই ২০২৪, ১৪:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার লাউরফতেহ পুর ইউনিয়ন এর হাজীপুর দক্ষিণ পাড়া ৩নং ওয়ার্ডে জলাবদ্ধতার কারণে শতাধিক মানুষ ঘরবন্দী হয়ে পড়েছে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে হাটু পানি লেগে থাকায় ছোট ছোট বাচ্চা ও মহিলাদের চলাচলের বেশি সমস্যা  হচ্ছে বলে জানান এলাকাবাসী।

এ সময় উপস্থিত লোকজন জানান  ১৫৫১ দাগে এখানে  নাল ছিলো যা দিয়ে পানি সরবরাহ হতো তখন কোন জলাবদ্ধতা ছিলো না, 

 গত পাঁচ ছয় বছর আগে এই সরকারি নাল টি অবসরপ্রাপ্ত পুলিশ নজরুল ইসলাম সহ  কয়েকটি পরিবারের সুবিধার জন্য ভরাট করে ফেলছেন। তখন আমাদের জানানো হয়েছে ভরাটের পর ড্রেনের ব্যবস্হা করে দেওয়া হবে কিন্তু পরে ড্রেনের ব্যবস্হা না করে ছোট পাইপের মাধ্যমে পানি চলাচলের জন্য রাস্তা করেন, 

ছোট পাইপ দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় একটু বৃষ্টি তে হাটু পানি লেগে থাকে, আমরা চাই হইতো বড় করে ড্রেনের ব্যবস্হা করেন না হয় আবার পূর্বের মতন নাল করে দিতে।এ নিয়ে এলাকাবাসীর পক্ষে কবির সরকার  স্বাক্ষরিত একটি অভিযোগ  নবীনগর ভূমি অফিসে দিয়ে আসছেন এবং  স্হানীয় চেয়ারম্যান কে জানিয়েছেন বলে জানান এলাকাবাসী। এ বিষয় এলাকাবাসী জানান আমাদের এই জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে  মাননীয় এমপি মহোদয় সহ সকলের সহযোগিতা চাই। এ বিষয় এ লাউরফতেহ পুর মৌজার ১৫৫১ দাগের নাল ভরাটকারী অবসরপ্রাপ্ত পুলিশ নজরুল ইসলাম জানান, এখানে একটি নাল ছিলো যা দিয়ে পানি নিষ্কাশন হতো,আমি ছয় সাত বছর আগে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে এ নাল টি ভরাট করেছিলাম সবার ভালোর জন্য, কিন্তু এখন কয়েকদিনের বৃষ্টি কারণে পানি ছোট পাইপ দিয়ে পানি নামতে না পারায় জলাবদ্ধতা লেগে আছে, বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে সবাইকে সাথে নিয়ে  মোটা বড় পাইপ দিবো যাতে পানি চলাচলের কোন সমস্যা না হয়। 

এ বিষয় লাউরফতেহ পুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান আমি বিষয়টি অবগত আছি স্হানীয় ইউপি সদস্য কে নিয়ে কিভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় দেখবো। এ বিষয় এ জানতে ৩ নং ইউপি সদস্য বাছির মিয়া কে বারবার ফোন দিয়ে উনাকে পাওয়া যায় নি। লাউরফতেহপুর মৌজার ১৫৫১ দাগের সরকারি নাল ভরাটের  বিষয় এ  নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবু মুছা জানান এ রখম কোন অভিযোগ পেলে বিষয় টি তদন্ত করে দেখবো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.