খাগড়াছড়ির দীঘিনালায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
শনিবার (২৯ জুন) দুপুরে উপজেলার কবাখালী ইউনিয়নের মাইনী ভ্যালি এলাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে ৬ কোটি ২৩ লক্ষ ৯৭ হাজার টাকা ব্যয়ে উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
আগামী ৯ মাস শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মানকাজ শেষ হবে বলেছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
এ সময় অন্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মুক্তা ধর, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মোঃ কাশেম, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।