মুন্সীগঞ্জের শ্রীনগরে এক রাতে ৫টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের সমষপুর কবরস্থানে ৫টি কবর খুড়া দেখতে পায় স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সমষপুর কবরস্থান থেকে গত ৬ মাস পূর্বে মারা যাওয়া সমষপুর গ্রামের রাশেদা আক্তার রেখা ও ফাতেমা বেগমসহ দুটি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে এবং আরো ৩টি কবর খুড়ে রেখে গেছে কিন্তু লাশ নিতে পারেনি। এক শ্রেনীর কবিরাজ যাদু ,টোনা, কুফরী করার উদ্দেশ্য মৃত ব্যক্তিদের কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, আমরা তদন্ত করে দেখছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।