× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁপাইনবাবগঞ্জের আম বাগান পরিদর্শনে ১৩ দেশের রাষ্ট্রদূত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

২৮ জুন ২০২৪, ১৮:৫০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৩ দেশের রাষ্ট্রদূত আম বাগান পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে নাচোল উপজেলা কেন্দবোনা গ্রামস্থ রফিকুল ইসলামের আম বাগান পরিদর্শন করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহিদ, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, কৃষি সচিব ওয়াহেদা আক্তারসহ বাংলাদেশে নিযুক্ত ১৩টি দেশের রাষ্ট্রদূত, WB, FAO এবং IFAD এর কান্ট্রি ডিরেক্টরবৃন্দ গুড এগ্রিকালচারাল প্রাকটিস(GAP) প্রকল্পের আওতায় নিরাপদ আম উৎপাদন ও বিপণন কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য মু জিয়াউর রহমান,

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার জনাব মোঃ ছাইদুল হাসান পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব দেবেন্দ্র নাথ উরাঁও,এ সময় আরো উপস্থিত ছিলেন,নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান,নাচোল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকারসহ আরো অন্যরা। 

এ সময়  কৃষি মন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রী রপ্তানিযোগ্য আম উৎপাদন ও বিপণনে সরকারের উদ্যোগ তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে রাষ্ট্রীয় অতিথিবৃন্দ আম বাগান ঘুরে দেখেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । sarabelasaradesh@gmail.com । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.