বায়ুদূষণ বন্ধে নারায়ণগঞ্জে স্টিল মিল কারখানাকে এক লক্ষ নব্বই হাজার জরিমানা এবং ৪টি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছেন পরিবেশ অধিদপ্তর৷
বৃহস্পতিবার (২৭ জুন) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩) লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক পিলকুনি, কুতুবপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ এ অবস্থিত আক্তার ইস্পাত ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক কারখানাকে ১ এক লক্ষ নব্বই হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
এছাড়া অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী নিম্নোক্ত ৪টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং পরবর্তী মৌসুমে যেন কার্যক্রম পরিচালনা না করে সে বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
ইটভাটাগুলো হলো ফতুল্লার আব্দুল্লাহ ব্রিকস সাপ্লায়ারস-১, আব্দুল্লাহ ব্রিকস সাপ্লায়ারস-২, মেসার্স এম এস বি ব্রিকস, মেসার্স এস ইউ এ ব্রিকস ৷
নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর।