× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবি পৌরসভার ২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

২৪ জুন ২০২৪, ২১:৫০ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ২০২৪-২০২৪৫ অর্থবছরে রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট  ৮১ কোটি ৭০ লক্ষ ৬০ হাজার ৫’শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৪জুন)  বিকেলে সাড়ে ৫ টায় পাঁচবিবি পৌর সভার হলরুমে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে মোট বাজেট ১০ কোটি ৯০ লক্ষ ৬০ হাজার ৫শ  টাকা  ও প্রস্তাবিত উন্নয়ন বাজেট ৭০ কোটি ৮০ লক্ষ টাকা। এর মধ্যে প্রস্তাবিত রাজস্ব আয় ১০ কোটি ৫৯ লক্ষ ৫৫ হাজার টাকা এবং প্রস্তাবিত রাজস্ব  ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৫৬ লক্ষ ৭৬ হাজার টাকা।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেন,প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোশাইদ আল আমিন সাদ, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মুঞ্জুরুল ইসলাম, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মামুনুর রশিদ,  ২নং ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মুনসুর রহমান, মহিলা আন্নি আক্তার, শামিমা সুলতানা শীতল, পৌর নির্বাহী কর্মকর্তা জোবাইদুল হক, পৌর প্রকৌশলী মোঃ মারুফ আহসান,  হিসাব রক্ষক আমিনুর রহমান, মহিপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ লোকমান হোসেন, অবঃ অধ্যাপক পরিতোষ ঘোষ প্রমুখ।

বাজেট অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.