সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকার - উজ-জামান।
সোমবার বেলা ১২টার সময় সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান সেনা প্রধান। এ সময় তাকে বরণ করে নেয় সাভার নবম পদাতিকের জিওসি মেজর জেনারেল মঈন খান।
জাতীয় স্মৃতিসৌধে পুস্প স্তবক অর্পন শেষে বীর শহীদদের সালাম প্রদর্শন করেন নতুন সেনাপ্রধান।
গার্ড অব অনার প্রদান করেন সেনাবাহিনীর চৌকস একদল। পরে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে সাক্ষর করেন নবম নিযুক্ত সেনাবাহিনী প্রধান।
এর আগে, নবনিযুক্ত সেনাপ্রধান বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।