× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

১৩ জুন ২০২৪, ১৪:০৪ পিএম । আপডেটঃ ১৩ জুন ২০২৪, ১৪:০৫ পিএম

ছবি : প্রতিনিধি

নড়াইলে বেপরোয় গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের। 

বুধবার(১২ জুন) রাত ৮টায় নড়াইল- যশোর মহাসড়কে চাচড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক রিয়ান হাসান মাহফুন নামে এক স্কুলছাত্র নিহত হয়। 

এসময় মটর সাইকেলের থাকা অপর আরোহী গুরুতর আহত হয় । তাকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

নিহত রিয়ান হাসান মাহফুন নড়াইল সদর উপজেলার তুলারামপুর  গ্রামের রিপন খানের ছেলে। সে চাচড়া মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেনীর ছাত্র। আহত খায়রুজ্জামান একই এলাকার শরিফুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, রাতের নির্জন সড়কে যশোর দিক থেকে নড়াইল অভিমুখে বেপরোয়া গতিতে মটরসাইকেল চালাচ্ছিল মাহফুন। পথিমধ্যে চাচড়া বাজার ছেড়ে চাচড়া হাইওয়ে পুলিশ ফাড়ির পূর্বে  ব্রিজ অতিক্রমের সময় নড়াইল দিক থেকে যশোরমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রচন্ড আঘাত লেগে মর্মান্তিক আহত হয়। দুমড়ে মুচড়ে যায় তার মটরসাইকেল। এ অবস্থায় পথচারিরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করেন। ফায়ার সার্ভিস খবর পেয়ে মোটর সাইকেল আরোহী খায়রুজ্জামানকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল নেই। তার বামপা ও ডান হাত ভেঙ্গে যায়। 

এ বিষয়ে নড়াইল তুলারামপুর হাইওয়ে  পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শওকত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি জানতে পেরেছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.