× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে 'নো হেলমেট, নো ফুয়েল' প্রচারণা কার্যক্রমের উদ্বোধন

সিলেট ব্যুরো

০৯ জুন ২০২৪, ২১:২৬ পিএম

সিলেটে 'ট্র্যাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে নেমেছে মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগ।

রবিবার (৯ জুন) বেলা ১১টায় সিলেট নগরের নগরীর চৌহাট্টা পয়েন্ট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান। 

এসময় পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান সবাইকে সড়ক পরিবহণ আইন, ২০১৮ মেনে চলার জন্য অনুরোধ করেন। মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কে হেলমেট পরিধান করার জন্য আহ্বান জানান। তিনি বলেন,  যানবাহন নিয়ে সড়কে চলাচলের সময় প্রয়োজনীয় সকল কাগজপত্র সাথে রাখবে। উল্টোপথে ও যত্রতত্র যানবাহন পার্কিং করবেন না।

এছাড়া পর্যটন নগরী ও প্রকৃতি কন্যা সিলেটের রাস্তায় ট্র্যাফিক আইন মেনে যানবাহন চালনাকারীদের খাবারের বক্স দিয়ে শুভেচ্ছা জানান, লিফলেট বিতরণসহ মোটরসাইকেলে 'নো-হেলমেট, নো-ফুয়েল' স্টিকার লাগিয়ে দেন ও হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীদের ফুয়েল না দিতে ফিলিং স্টেশনগুলোকে নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে নগরীর আম্বরখানা পয়েন্টে চৌকিদেখি এলাকায় মেসার্স উত্তরা পেট্রোল পাম্প, সুবহানীঘাট মেসার্স বেঙ্গল গ্যাসলিন, হুমায়ুন রশিদ চত্তরের চন্ডিপুল পয়েন্ট দিবা-রাত্রী ফিলিং স্টেশন ও সাউথ সুরমা ফিলিং স্টেশন সমূহে “নো-হেলমেট, নো-ফুয়েল” সম্বলিত স্টিকার স্থাপন করা হয়।

কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহা. সোহেল রেজা, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) বি.এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখী রানী দাস, এসি (ট্র্যাফিক-উত্তর) মো. গোলাম মোস্তফা, এসি (ট্র্যাফিক -দক্ষিণ) জনাব মো. জায়েদ হাসান, এসএমপি ট্র্যাফিক বিভাগের টিআই, সার্জেন্টসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.