× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বসুরহাট পৌরসভার ১৪১ কোটি টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

০৯ জুন ২০২৪, ১৪:৪৬ পিএম

বসুরহাট পৌরসভার বাজেট পেশ করেছেন মেয়র আব্দুল কাদের মির্জা, ছবি : প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুরহাট পৌরসভার আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের ১৪১ কোটি টাকার উদ্বৃত্ত কাজেট ঘোসণা করা হয়েছে।

রবিবার ( ৯জুন) সকালে বসুরহাট পৌরসভার মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আব্দুল কাদের মির্জা ।

বাজেট বিবরণী পাঠ করে মেয়র বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি বলেন, প্রস্তাবিত বাজেট পরবর্তীতে আলোচনা পর্যালোচনার মাধ্যমে পরিবর্ধন করা হবে।

বাজেটে আয় দেখানো হয়েছে ১৪১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ১৯৪ টাকা।

বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ২৮ কোটি ৫৩ লাখ ৮০ হাজার টাকা। উন্নয়ন প্রকল্প থেকে আয় ধরা হয়েছে ৯৮ কোটি ২৯ লক্ষ ৪৭ হাজার ৪০০ টাকা।

বাজেটে ব্যয় দেখানো হয়েছে ১৪১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ১৯৪ টাকা। বাজেটে আয় ও ব্যয় সামঞ্জস্যতা দেখানো হয়েছে।

বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে উন্নয়ন খাতে, এবং বাজেটে অগ্রাধিকার পাওয়া প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তা নির্মাণ-সংস্কার, বর্জ্য সংগ্রহ অপসারণ ও ডাম্পিং, ড্রেন নির্মাণ ও সংস্কার।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর, নারী কাউন্সিলরসহ অনেকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.