নেত্রকোনা জেলার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান চালাচ্ছে ঢাকা থেকে আসা পুলিশের বিশেষায়িত অ্যান্টি টেরোরিজম ইউনিট।
এছাড়াও সেখানে আছে বিশেষ অস্ত্র ও কৌশল (সোয়াট) ও বোম্ব ডিসপোজাল ইউনিটও ।
রোববার (৯ জুন) সকাল ৯টার দিকে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের একটি দল ঘটনাস্থলে প্রবেশ করে।
এর আগে শুক্রবার (৭ জুন) রাত থেকে উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে ড. আব্দুল মান্নানের বাড়িতে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র সন্দেহে বাড়িটি ঘিরে রাখে পুলিশ। পরে শনিবার দুপুরে প্রাথমিক তল্লাশি চালিয়ে একটি ভারতীয় পিস্তল, ১৭ রাউন্ড গুলি এবং একটি ডামি একে-৪৭ বন্দুক জব্দ করা হয়।
অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার সানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের টিম ওই বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তল্লাশি শেষ হওয়ার পর আপনাদের বিস্তারিত জানানো হবে। তবে প্রাথমিক অভিযানে আমরা বিস্ফোরক থাকার আলামত পেয়েছি।