× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মায়ের সাথে অভিমান করে ৮ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি

০৭ জুন ২০২৪, ২০:৩৭ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুরে মায়ের সাথে অভিমান করে মির্জা সাজ্জাত হোসেন নুর (১৩) নামের এক শিক্ষার্থী বিদ্যুতের তার গলায় পেঁচিয়ে আত্নহত্যা করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার ঢেকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সে একই গ্রামের মির্জা মোবারক হোসেনের ছেলে ও হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী। 

জানা যায়, মেধাবী শিক্ষার্থী মির্জা সাজ্জাদ হোসেন নুর কয়েকদিন ধরে কম্পিউটারে গেমস ও কার্টুন দেখায় খুব আসক্ত হয়ে পড়েছিল। গত কয়েকদিন ধরে নিয়মিত স্কুলে না যাওয়ার এদিন তার মা তাকে ধমক দিয়েছিল। এ নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে সে। এদিন বিকেলে তাদের 'মা কম্পিউটার' নামের ফটোকপির দোকানে শাটার বন্ধ করে বৈদ্যুতিক পাখার হুকে গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে আত্মহত্যা করে সে ৷ তার মামা দোকান খোলার জন্য ডাকাডাকি করলেও দোকান না খোলায় তিনি পেছন দিক দিয়ে প্রবেশ করে তার ঝুলন্ত দেহ দেখতে পান। তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলমান বলেও জানান তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.