× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে ১৪ ট্রাক ভারতীয় চিনি জব্দ

সিলেট ব্যুরো

০৬ জুন ২০২৪, ১৪:৫৩ পিএম

সিলেটে ভারত থেকে অবৈধভাবে আসা ১৪ ট্রাক ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এটিই এখন পর্যন্ত সিলেটে জব্দ করা সর্ববৃহৎ ভারতীয় চিনি চোরাচালান। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৬টায় সিলেটের কোম্পানীগঞ্জ-জালালাবাদ সড়কের উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় চিনি বোঝাই গাড়িগুলো জব্দ করা হয়। এসময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় চিনি বোঝাই ১৪টি ট্রাক, ১টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে অংশ নেন জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম, জালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, ওসি তদন্ত খালেদ মামুনসহ পুলিশের অন্য কর্মকর্তারা।  এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা যায়নি। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

১৪টি ট্রাকে কত বস্তা ও কি পরিমাণ চিনি রয়েছে তা গণনা করা হচ্ছে। গণনা শেষে বিস্তারিত বলা যাবে। তাছাড়া এটি এখন পর্যন্ত সিলেটের জব্দকৃত সর্ববৃহৎ চোরাচালান ছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.