× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘূর্ণিঝড় রেমাল: বরিশালে মৎস্য খাতে ক্ষতি দেড়শ কোটি টাকা

বরিশাল ব্যুরো

২৯ মে ২০২৪, ১৯:২১ পিএম

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরিশালের ছয় জেলায় ৯ হাজার ৮ হেক্টর আয়তনের ৯৩ হাজার ৮৮২ পুকুর, দিঘী ও ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ২২ হেক্টর আয়তনের ১২০টি কাঁকড়া, কুচিয়া খামার। বিভাগজুড়ে মৎস্য খাতে প্রায় দেড়শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (২৯ মে) দুপুরে বিভাগীয় মৎস্য অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। এ দপ্তরের হিসাব অনুযায়ী, বিভাগের পুকুর, ঘের, স্লুইসগেটের মতো অবকাঠামোর ক্ষতি সাধনের পরিমাণ ৩১ কোটি ৪২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খামার, পুকুর, দিঘি ও ঘেরের ক্ষতির কারণে বিভাগজুড়ে দেড়শ কোটি টাকার অধিকমূল্যের ৭ হাজার ৯২ টন মাছের ক্ষতি হয়েছে। এছাড়া ১৫৯ কটন চিংড়ি, প্রায় ৭ কোটি পোনা ও ৬৯ টন কাঁকড়া, কুচিয়ার ক্ষতি হয়েছে।

বিভাগীয় মৎস্য অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে কোনো জেলে নিহত হননি। তবে ৩১ জন জেলে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এছাড়া সাড়ে তিন কোটি টাকার অধিক মূল্যের এক হাজার ১৯টি নৌযান (নৌকা/ট্রলার/জলযান) ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে প্রায় আড়াই কোটি টাকা মূল্যে ৮৯৪টি জাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.