মাদারীপুরে জেলা পুলিশের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসলো ২৬০টি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা।
বুধবার (২৯ মে) দুপুরে নিজ কার্যালয়ে উদ্বোধন করেন পুলিশ সুপার মাসুদ আলম।
জননিরাপত্তায় ৭০ লাখ টাকা ব্যয়ে এই ক্যামেরা বসানোতে খুশি সাধারণ মানুষ। কমবে চুরি, ছিনতাই, ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকান্ড আশা জেলা পুলিশের। মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আচমত আলী খান টোল প্লাজা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের মোস্তফাপুর গোলচত্বর পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার মহাসড়ক ও শহরের গুরুত্বপূর্ণ এলাকা জুড়ে এই সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ থাকবে। যা সরাসরি জেলার পুলিশ সুপারের কার্যালয় থেকে নিয়ন্ত্রিত হবে।
এ সময় পুলিশ সুপার জানান, শহরের প্রতিনিয়ত বাড়ছে অপরাধমূলক কর্মকান্ড। অপরাধীদের সনাক্ত করতে পুলিশকে অনেক সময় হিমশিম খেতে হয়। এই অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে। এতে অপরাধ কমে আসবে। পাশাপাশি যেকোন ঘটনায় দ্রুত আসামী সনাক্ত সম্ভব হবে বলে প্রত্যাশা।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মাদারীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ, জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, চেম্বার অব ইন্ডাষ্ট্রি-এর সভাপতি হাফিজুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরীসহ সমাজের বিভিন্নস্তরের মানুষ। ক্যামেরা স্থাপনে অর্থ দিয়ে সহায়তা করেন মাদারীপুর চেম্বার অব ইন্ডাষ্ট্রি, ব্যবসায়ী, ঠিকাদারসহ রাজনৈতিক ব্যক্তিরা।