ঘুর্ণিঝড় রেমালের তাণ্ডবে মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধের প্রায় ৪০ মিটার ধসে গেছে।
সোমবার (২৭ মে) রাতে জলোচ্ছ্বাসে বাঁধটির মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।
উপজেলার মোহনপুর এলাকার স্থানীয়রা জানান, আমরা মঙ্গলবার (২৮ মে) সকালে বাঁধ ধসে পড়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকার লোকজন নিয়ে সেখানে যাই। সেখানে পৌঁছে দেখি বেড়িবাঁধটির দক্ষিণ-উত্তর পাড়ের অন্তত ১০০ ফুট জায়গা মেঘনার দিকে ধসে পড়েছে। এ সময় বাঁধ ভেঙে যাচ্ছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে।
জানা গেছে, ১৯৮৮ সালে সেচ প্রকল্পের ৬৩ কিলোমিটার দীর্ঘ ওই মূল বেড়িবাঁধ নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে এ পর্যন্ত দুবার এটি ভেঙে যায়। লাখ লাখ টাকার ফসল ও ঘরবাড়ি বিনষ্ট হয়।
সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধ ঘুরে দেখা গেছে, মোহনপুর এলাকায় ৪০ মিটারের বেশি এলাকা ধসে গেছে। সেখানে বিরাট গর্ত ও ফাটল দেখা দিয়েছে। বাঁধটির ধসে পড়া স্থান দেখতে সেখানে ভিড় করছেন স্থানীয়রা।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারী ফেডারেশন সূত্রে জানা যায়, নির্মাণের পর থেকে এ পর্যন্ত দুবার বাঁধ ভেঙে যায়। লাখ লাখ টাকার ফসল ও ঘরবাড়ি বিনষ্ট হয়।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদুর রহমান ভূঁইয়া মোবাইল ফোনে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের লোক মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ পরিদর্শনে গিয়েছে। কোন জায়গায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তারা ফিরলে আমরা জানতে পারব। পরে আমরা বরাদ্দের জন্য প্রস্তাব আকারে পাঠাব। বরাদ্দ আসলে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো মেরামত করা হবে।