× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোমনায় ভোটের আগে কথার লড়াই

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

২৬ মে ২০২৪, ১৫:৫৯ পিএম

কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা জমে উঠেছে। চেয়ারম্যান পদে অংশ নেওয়া স্থানীয় সংসদ সদস্যের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী সভায় এক অপরকে বিষদগার করে যাচ্ছেন। কথার তুমুল লড়াই চলছে দুই প্রার্থীর নেতা-কর্মীদের মধ্যেও। 

এদিকে অপর আরেক প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শহিদ উল্লাহ ঘোড়া প্রতীক নিয়ে নিরবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, দলীয় কোন্দল পদ পদবি হাট-ঘাট দখল আধিপত্য বিস্তারসহ নানা কারণে বিভক্ত হোমনা উপজেলা আওয়ামী লীগ। তাই প্রার্থী নেতাকর্মীরা একে অপরকে বিন্দু পরিমান ছাড় দিতে নারাজ। এতে করে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

এতে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রেহানা বেগম। তিনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং বর্তমান স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল মজিদের স্ত্রী, তাঁকে গোপনে সমর্থন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তাঁর পক্ষে প্রকাশ্যে কাজ করছেন উপজেলা আওয়ামী লীগের একাংশ।

আরেক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে এম সিদ্দিকুর রহমান আবুল মোটরসাইকেল প্রতীকে মাঠে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ এর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছেড়ে প্রকাশ্যে নেতৃবৃন্দ নিয়ে এবার তাকে সমর্থন দিয়েছেন।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো উপজেলা। তবে সাধারণ ভোটারদের মধ্যে ভোট নিয়ে তেমন কোনো মাতামাতি নেই। তবে দুই প্রার্থীর কর্মী-সমর্থকেরা নিজেদের শক্তি প্রদর্শনে প্রতিদিনই বিভিন্ন জায়গায় প্রচারণা মিছিল বের করছেন।

স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, দলের কেন্দ্র থেকে নির্বাচনের মাঠ উন্মুক্ত করা হয়েছে। এবার নেই দলীয় প্রতীকও। হেভিওয়েট প্রার্থী থাকায় প্রতিদিনই চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা ও মতবিনিময় পথসভা । ভোটারদের সমর্থন পেতে মরিয়া হয়ে উঠেছেন প্রার্থীরা। আর প্রার্থীদের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন তাঁদের কর্মী-সমর্থকেরা। বিজয় সুনিশ্চিত করতে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বলেন, এর আগে রেহানা বেগম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। দীর্ঘ ৫ বছর ধরে উপজেলা পরিষদের নেতৃত্ব দিচ্ছেন। তিনি দুর্নীতি ও চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে সতর্ক অবস্থায় রয়েছেন।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল ছাত্র জীবন থেকে রাজনীতিতে জড়িত। বর্তমান সংসদ সদস্য উপজেলা নির্বাচনে প্রার্থী করার আশ্বাস দিলেও তার স্ত্রীর সঙ্গে পেরে ওঠেনি। এই উপজেলার তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের বড় অংশ রয়েছে তাঁর সঙ্গে।

চেয়ারম্যান প্রার্থী রেহানা বেগম বলেন, এর আগে জনগণের ভোটে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবারও মাঠে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। ৫ তারিখের ভোটে তিনি দ্বিতীয়বার চেয়ারম্যান হওয়ার প্রত্যাশা করছেন।

অপর প্রার্থী একে এম সিদ্দিকুর রহমান আবুল বলেন, ওয়াদা ভঙ্গকারী এবং নিজের স্বার্থ উদ্ধারের জন্য করে যারা তারা কোনদিন সুফল বয়ে আনে না। তিনি ওয়াদা করে ছিলেন উপজেলা নির্বাচনে তার পরিবার থেকে কেহ নির্বিচনে অংশ নিবেন না। কিন্ত তিনি ওয়াদা ভঙ্গকরে তার স্ত্রীকে নির্বাচনে প্রার্থী করেছেন। তিনি ওয়াদা ভঙ্গকরে দলীয় নেতাকর্মীদের সাথে বেইমানী করেছেন।

তিনি আরো বলেন, আমি ছাত্র রাজনীতি করে এই পর্যন্ত এসেছি। রাজনীতিতে মানুষের জন্য অনেক কাজ করেছি। সাধারণ মানুষ আমার ডাকে সাড়া দিয়েছেন এবং আমার সকল নেতাকর্মী আমার পাশে রয়েছে ইনশাল্লাহ আমার বিজয় সুনিশ্চিত। এদিকে নির্বাচনী আচরণবিধি অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দিতে প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান দুই জন, মহিলা ভাইস চেয়ারম্যান তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৫ জুন উপজেলার ৬১টি ভোট কেন্দ্রে  ৪৩৭ টি কক্ষে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। হোমনা উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭৯ হাজার ২৪৩ জন। এর মধ্যে পুরুষ- ৯৪১৭৪ জন, মহিলা ৮৫০৬৯ জন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.