নীলফামারীর কিশোরগঞ্জে জাল ভোট দিতে আসা তিন যুবককে আটক করেছে পুলিশ। আটকের পর তাদের প্রিজাইডিং কর্মকর্তার কক্ষে বসিয়ে রাখা হয়।
মঙ্গলবার (২১ মে) দুপুরে গনেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা।
আটককৃতরা হলেন গাড়াগ্রাম গনেশপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে সজিব (১৬) ও উত্তর কিশামত এলাকার দেলোয়ার আলীর ছেলে মিশু (১৭) ও গনেজ বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে সোহাগ (১৫)।
জানা যায়, তারা দুপুরে ভুয়া কুপন নিয়ে অন্যজনের ভোট দিতে আসেন। এসময়ে দায়িত্বরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সন্দেহ হলে তাদের নাম এবং ছবির সাথে মিল না পাওয়ায় তাদের আটক করেন।
এ বিষয়ে গনেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুর রহিম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, জাল ভোট দিতে আসায় তিন যুবককে আটক করা হয়েছে। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অপেক্ষা করছি, উনি এসে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি।