× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাউফলে নির্বাচনী সহিংসতায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

১৬ মে ২০২৪, ১৫:২২ পিএম

পটুয়াখালীর বাউফলে নির্বাচনী প্রতিহিংতার জেরে দুই পক্ষের সংঘর্ষে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টায় উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা  গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের সমর্থকরা ঘোড়া প্রতীকের সমর্থক ও ইউপি সদস্য সাইদুর রহমান সুমনকে ঘটনাস্থলে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

সুমন বগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সদস্য। 

এর আগে বুধবার রাতে ঘোড়া প্রতীকের সমর্থকরা রাজনগর এলাকায় আনারস প্রতীকের সমর্থকদের ধাওয়া করে। 

উল্লেখ্য, আগামী ২১ মে বাউফল উপজেলা পরিষদের নির্বাচন। ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার। অন্য দিকে স্থানীয় এমপির সমর্থনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোশারফ হোসেন খান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, একটি ঘটনার সাথে আরেকটি ঘটনা জড়িত হতে পারে। কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.