নাত বউয়ের সাথে লাঠি হাতে ভোট দিতে এসেছেন শত বছরের বৃদ্ধা রেজিয়া। তার হাত ধরে নিয় যাচ্ছে নাত বউ তাজমিনা। বৃদ্ধা রেজিয়া তার বয়স শত বছরের উপরে দাবি করে জানালেন, আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিবো। তাই ভোট দিতে এসেছি। একইভাবে জানালেন নাত বউ তাজমিনা। তবে তাদের দুজনের চোখেমুখে আনন্দের ছাপ।
একই কেন্দ্রে কোমরে হাত দিয়ে লাঠি হাতে একাই ভোট দিতে এসেছেন বয়সের ভারে নুয়ে পড়া আরেক বৃদ্ধা। তিনি বলেন আমার সাথে কেউ আসেনি। তারপরও আমি ভোট দিতে এসেছি। কারণ আর ভোট দিতে পারবো কিনা।
১ম ধাপের নওগাঁর ৩ উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। বুধবার ৮ মে জেলার বদলগাছী, ধামইরহাট ও পত্নীতলা উপজেলায় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এদিন দুপুর সাড়ে ১২ টার দিকে জেলার বদলগাছী উপজেলার গোবরচাঁপা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই দুই বৃদ্ধা ভোট দিতে এসেছেন।
জেলার ধামইরহাট ডিগ্ৰি কলেজে ভোটও দেন ৭০ বছরের তাহেরা খাতুন। তিনি পৌরসভার ১ নং ওয়ার্ডের চকমোর এলাকার বাসিন্দা। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। জোর নেই হাত ও পায়ে। তারপরও উপজেলা পরিষদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য মেয়ে ও নাত বউয়ের সাহায্য কেন্দ্রে হাজির হন প্রবীণ এই ভোটার।
এদিকে ভোট দিতে পেরে অনেক খুশি প্রকাশ করেন তাহেরা খাতুন।
ভোটকেন্দ্রে সঙ্গে আসা মেয়ে সেলিনা খাতুন জানান, গতকাল থেকেই তিনি ভোট দিতে যাবেন বলছিলেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। এজন্য আমরা তার সঙ্গে এসেছি। ভোট দেওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য। তিনি ভোট দিতে পেরেছেন দেখে আমাদেরও খুব ভালো লাগছে।
ভোটের পরিবেশ সুন্দর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল চোখে পড়ার মতো। অপরদিকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ করতে গ্রহণ করা হয়েছে ৩স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে নির্বাচন সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোবাইল টিম এবং একটি করে ষ্ট্রাইকিং ফোর্স টহলরত রয়েছে। নির্বাচনী এলাকায় ম্যাজিষ্ট্রেট এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং সাদা পোষাকে পুলিশ, আনসার, র্যাব এবং বিজিবি সদস্যরা সার্বক্ষনিক টহলরত রয়েছে।
জেলা নির্বাচন অফিসার মো: তারিফুজ্জামান জানিয়েছেন এ তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বদলগাছী উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং ধামইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পত্নীতলা উপজেলায় ৭৪টি, ধামইরহাট উপজেলায় ৫৩টি ও বদলগাছী উপজেলায় ৬৪টিসহ মোট ১৯১টি কেন্দ্রে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে পত্নীতলা উপজেলায় ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১ হাজার ৯২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮৯০ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ১ হাজার ৩০ জন। অপরদিকে ধামইরহাট উপজেলায় আট ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ৬২৬ জন, মহিলা ভোটার ৭৯ হাজার ৬১৮ জন ও হিজড়া ভোটার ২ জন। বদলগাছী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৭৬ হাজার ১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার ২২০ জন ও মহিলা ভোটার ৮৭ হাজার ৭৮১ জন।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা তারিফুজ্জামান জানান, প্রথম ধাপের নির্বাচনে তিনটি উপজেলায় শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখনও পর্যন্ত কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। প্রত্যেকটি কেন্দ্রে পুলিশ আনসার সদস্য রয়েছেন। এছাড়া কোন ধরেন অপ্রিতিকর ঘটনা এড়াতে ম্যাজিস্ট্রেট, পুলিশের টহল টিম ও বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের টহল টিম ও বিজিবি সদস্যরা কাজ করছেন। আশা করছি শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ করতে পারবো।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh