তৃতীয় ধাপে ২৯ মে অনুষ্ঠিতব্য চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জনসহ মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
মনোনয়নপত্র জমা দানের শেষদিন বৃহস্পতিবারে অনলাইনে প্রার্থীরা এ মনোনয়ন পত্র জমা দেন।
প্রার্থীরা হচ্ছেন, চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা ফয়েজ আহমেদ স্বপন, বর্তমান ভাইস চেয়ারম্যান মাহবুব আলম ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাড. মাঈন উদ্দিন মাইনু।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হচ্ছেন, সাবেক যুবলীগ নেতা ও কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রাকিবুল হাসান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য জোবায়ের হোসেন এবং
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হচ্ছেন, উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদিকা আমেনা আক্তার, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সদস্য জোসনা আক্তার ঝর্ণা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, উপজেলা যুব লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা পারভীন , মহিলালীগ নেত্রী শ্যামলী খান ও কুলসুমা আক্তার।