× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে ৬ জুয়াড়ি গ্রেফতার

সিলেট ব্যুরো

০৪ মে ২০২৪, ১৯:১২ পিএম

সিলেটে ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। 

শনিবার (৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এর আগে শুক্রবার (৩ মে) দিনগত রাত পৌনে ১টার দিকে নগরীর শাহপরাণ (রহ) থানার সাদিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সিলেট মহানগরীর শাহপরাণ (রহ) থানার সাদীপুর এলাকার শহীদ বেদু রাম দাসের ছেলে রঞ্জিত দাস (৫২), একই এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে লায়েক আহমদ (৬০), সুনামগঞ্জ সদরের ষোলঘর এলাকার আব্দুল বারিকের ছেলে মিঠু মিয়া (৪০), ছাতক থানার পাইকপাড়া আনু মিয়ার ছেলে মো. বাচ্চু মিয়া (৪৫), সিলেট মহানগরীর শাহপরাণ (রহ) থানার আলবারাকা এলাকার নুরু মিয়ার ছেলে আলাল আজমদ (৪৬) ও ব্রাহ্মণবাড়িয়া সদরের মধ্যপাড়া এলাকার মৃত চান মিয়ার ছেলে জাহাঙ্গীর (৫৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শাহপরাণ (রহ) থানার সাদিপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে  জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শাহপরাণ (রহ.) থানায় নন এফআইআর প্রসিকিউশন রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে, পুলিশ স্কর্টের মাধ্যমে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.