× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুর সরকারি কলেজে ১১ প্রভাষকের যোগদান

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

২৯ এপ্রিল ২০২৪, ১৭:৩৭ পিএম

চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে রোববার (২৮ এপ্রিল) ৪১তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারের ১১ জন বিভিন্ন বিভাগে প্রভাষক পদে যোগদান করেছেন। 

এদের মধ্যে ইংরেজি বিভাগে সাবিহা সোলতানা, সমাজকর্ম বিভাগে সারাবান তাহুরা ও মো. আবদুল্লাহ খান, অর্থনীতি বিভাগে ফাহমিদা সুলতানা, উদ্ভিদবিদ্যা বিভাগে সালমা আক্তার ও মো. মাসুদ, প্রাণিবিদ্যা বিভাগে শিমু আক্তার, পদার্থবিদ্যা বিভাগে মো. রবিউল আউয়াল, ভূগোল বিভাগে আসিফ আহমেদ, হিসাববিজ্ঞান বিভাগে মো. শরীফুল ইসলাম ও সঞ্জীব চন্দ্র সাহা যোগদান করেন। 

কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর শেখ মো. খলিলুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান নবাগত কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্য সহকর্মীগণ।

অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা ও উদ্দীপনামূলক বক্তব্য রাখেন। 

তিনি নবাগতদের বলেন, ‘আপনারা জাতির শিক্ষিত ও মেধাবী সন্তান। চাঁদপুর সরকারি কলেজে পদায়ন পাওয়ায় ও যোগদান করায় চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’ 

তিনি তাদের পেশাগত মর্যাদা সম্পর্কে সজাগ থাকতে বলেন এবং আগামী বাংলাদেশের সাথে তাল মিলিয়ে চলতে হলে আইসিটি বিষয়ে দক্ষতা অর্জনের পরামর্শ দেন। 

তিনি আশা করেন, নবাগতদের সরব ও প্রাণচঞ্চল পদচারণায় চাঁদপুর সরকারি কলেজ ‘স্মার্ট বাংলাদেশ’ নির্মাণের পথে এগিয়ে যাবে। 

তিনি নবীন প্রভাষকদের মেধা, প্রজ্ঞা, ধৈর্য ও শ্রম দিয়ে সততা এবং ন্যায়-নিষ্ঠার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.