× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে তৃতীয় শ্রেণির ছাত্রী আগুনে দগ্ধ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

২৪ এপ্রিল ২০২৪, ১৫:১২ পিএম

পাবনার ঈশ্বরদীতে আগুনে পুড়ে মোছা. রিয়া খাতুন (১২) নামে শিশু শিক্ষার্থী দগ্ধ হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর পৌনে ১২ টায় উপজেলার সলিমপুরের মানিকনগর পাঠশালামোড় এলাকায় এই ঘটনা ঘটে।

রিয়া ওই এলাকার পিন্টু বিশ্বাসের মেয়ে এবং দিয়াড় সাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সাবরিনা রহমান জানান, আগুনে শিশু রিয়ার মুখ মন্ডল ছাড়া শরীরের প্রায় পুরোটায়  পুড়ে গেছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।  তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক।

রিয়ার বাবা জানান, তিনি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এবং তার স্ত্রী ঈশ্বরদী ইপিজেডে চাকুরী করেন। আগুন লাগার ঘটনার সময় শুধু রিয়া ও তার ৩ বছর বয়সী ছোট ভাই বাড়িতে ছিলো।

তিনি আরও জানান, বাড়ির মেইন গেট তালা বদ্ধ ছিল। সেই কারণে প্রতিবেশীরা আগুন ধরার সময় বাড়িতে প্রবেশ করতে পারেনি। তিনি জানান, আগুনে শিশু রিয়ার শরীর পুরোটায় পুড়ে গেছে। তবে কি কারণে আগুনের এ ঘটনা ঘটেছে তিনি বলতে পারেননি।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, ঘটনাটি জানা ছিল না। তবে আগুন লাগার কারনটি তদন্ত  করে দেখা হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.