শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ধানশাইল ইউনিয়নের কান্দুলী গ্রামে হিটস্ট্রোকে আল আমিন নামের এক ব্যক্তি মারা গেছেন।
ভরদুপুরে প্রচুর রোদ ছিলো ও ভেবসা গরমে উপজেলার কান্দুলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন (৩৫) ওই গ্রামের ফরজ উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরবেলা ধানশাইল ইউনিয়নের কান্দুলি গ্রামের আল আমীন ধানকাটা শ্রমিকদের খাবার নিয়ে যাওয়ার পথে হিট স্ট্রোকে আক্রান্ত হয়। পরে দ্রুত তাকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অতিরিক্ত গরমের কারণেই আল আমীন মারা গেছে।
কর্তব্যরত ডাক্তার বলেন, ‘তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’