× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফসল ঘরে তুলতে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৪, ১৯:০১ পিএম

চাঁদপুরের কচুয়ায় কৃষি জমি থেকে ফসল তুলতে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করেছেন স্থানীয় কৃষকরা।

শনিবার পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর পূর্ব মাঠে এ রাস্তা নির্মাণ করা হয়।

খাসজমি থাকা সত্ত্বেও রাস্তা নির্মাণ না হওয়ায় স্বেচ্ছাশ্রমে কৃষি জমি থেকে ফসল  ও কৃষিজাত পণ্য সামগ্রী আনা নেওয়া করিতে এ রাস্তা নির্মাণ করা হয়।

মেঘদাইর পূর্ব মাঠে অন্তত ৫০ একর জমিতে বিভিন্ন ফসলাদি চাষাবাদ করেন কৃষকরা। ফলন শেষে ফসল বাড়ি তুলতে রাস্তা না থাকায়  প্রায় ৩ কিলোমিটার পথ মাথায় করে বোজা নিয়ে ঘুরে আসতে হয়। এতে চরম ভোগান্তির শিকার হোন কৃষকরা। সরকারী হালট থাকা সত্ত্বে ও রাস্তা নির্মান না হওয়ায় কৃষকরা স্বেচ্ছাশ্রমে বাঁশ, কচুরীপানা ও মাটি দিয়ে রাস্তা নির্মাণ করে দেন। এতে অন্তত  শতাধী কৃষক উপকৃত হবে।

কৃষক আলাউদ্দিন ও বিল্লাল হোসেন জানান, মেঘদাইর পূর্ব মাঠ থেকে কৃষি আবাদ বাড়িতে আনতে  ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ অবস্থায় গ্রামের সব কৃষকরা মিলে ফসল বাড়িতে তোলার জন্য বাঁশ, কচুরীপানা ও মাটি দিয়ে রাস্তা নির্মাণ করছি। যেহেতু সরকারি হালট রয়েছে সেহেতু জন প্রতিনিধিরা যদি রাস্তাটি নির্মাণ করে দেন তাহলে আমাদের ফসল ঘরে তুলতে সুবিধা হবে।

জমির মালিক কামাল হোসেন বলেন, কৃষকের ফসলাদি ঘরে তুলতে হালটের পরে যে জমি রয়েছে আমি আর আমার পার্শ্ববর্তী জমির মালিক কিছু জায়গা রাস্তার জন্য দান করব। তবু ও আমি চাই কৃষকরা উপকৃত হোক।

 ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয় বলেন, তদন্ত করে দেখব খাসজমি থাকলে সেখানে রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়া হবে।

উপজেলা কৃষি অফিসার মেজবাহ উদ্দিন বলেন, মেঘদাইর পূর্ব মাঠের কৃষকদের ফসলাদি ঘরে তুলতে রাস্তা নির্মাণ অতীব জরুরি। আমি ও চাই সেখানে রাস্তা নির্মাণ করা হোক। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.