× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বন কর্মকর্তা হত্যার শাস্তির দাবিতে মহেশখালীতে মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৪, ১৭:৫৪ পিএম

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজলকে পাহাড়খেকো কতৃক ডাম্পার ট্রাক চাপা দিয়ে নৃশংস ভাবে হত্যা ও মহেশখালীর সাবেক সহকারী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ইউসুফকে হত্যাসহ বিভিন্ন কর্মকর্তা-বন প্রহরী আক্রান্ত হওয়ার প্রতিবাদে খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ( ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ,  গ্রীণ কক্সবাজার জেলা শাখা।

শনিবার (২০ এপ্রিল) বিকেল ৪ টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) মহেশখালী শাখার আহবায়ক মৌলভী সাংবাদিক ইউনুসের সভাপতিত্বে ও কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হোবাইব সজীব ও সাংবাদিক রকিয়ত উল্লাহ যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ধরিত্রী রক্ষায় আমরা ‘ধরা’ কক্সবাজার জেলার আহবায়ক

ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজল কাদের চৌধুরী।

বক্তব্য রাখেন,ধরিত্রী রক্ষায় আমরা ‘ধরা’ কক্সবাজার জেলার যুগ্ন-আহবায়ক সাংবাদিক এইচএম ফরিদুল আলম শাহীন, যুগ্ম আহবায়ক তৌহিদুল বেলাল, মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এনামুল হক,ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) মহেশখালী শাখার সদস্য সচিব আজিজ সিকদার, মহেশখালীর উপদেষ্ঠা আব্দু ছালাম কাকলি,শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলম মিয়া, দিনেশপুর বিট কর্মকর্তা মনজুর মুর্শেদ, কেরুনতলী বিট কর্মকর্তা মোহাম্মদ জুবাইর, ঝাপুয়া বিট কর্মকর্তা আবুল কাসেম, নিহত সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ এর ভাই মিনহাজ, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন। 

বক্তারা বলেন, বন প্রাকৃতিকভাবে গড়ে উঠা রাষ্ট্রীয় সম্পদ এ সম্পদের পাহারাদার বন কর্মকর্তারা। বন খেকোরা কতটা শক্তিশালী হয়ে উঠেছে ওই অঞ্চলে দুইজন কর্মকর্তাকে নিষ্ঠুর ভাবে হত্যা করলো আর কতটা অসহায় আমাদের বন বিভাগ। এই শক্তির উৎস কোথায় তা প্রশাসনকে খুঁজে বের করে তাদের সর্বোচ্চ

শাস্তি নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে উখিয়া খুনের সাথে জড়িত একজন প্রশাসনের হাতে আটক হয়েছে।

এর আগেও আমরা দেখেছি, মহেশখালীর বন কর্মকর্তা ইউসুফকে হত্যা করা হয়। সেই হত্যার আজও কোন সুবিচার দেশবাসী দেখেনি। আজকে এই সাজ্জাদুজ্জান হত্যার বিচার যদি না করা হয় তবে এই ধরনের অপরাধীরা আরো বড় ধরনের অন্যায়ের সুযোগ পেয়ে যাবে।

বক্তারা আরও বলেন, বন বিভাগের জনবল বাড়ানোর পাশাপাশি তাদের আত্নরক্ষায় সরঞ্জাম দিয়ে শক্তিশালী বনাঞ্চল রক্ষার্থে সরকারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বন ধ্বংসকারা বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহন করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। 

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেমঘাট বির্ট কর্মকর্তা মোহাম্মদ মাসুদ, সাংবাদিক আল জাবের, আকতার মিয়া,মৌলভী আব্দু রহমান, কাইছার জুয়েল, প্রমূখ। মানববন্ধনে ছাত্র, পেশাজীবি, সুশিল সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.