× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জয়পুরহাটে নীলকণ্ঠ শিব মেলায় জুয়া! প্রশাসন নীরব

জয়পুরহাট প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৪, ১৬:২৭ পিএম

জয়পুরহাটের তেঘর গ্রামে সনাতন ধর্মের নীলকন্ঠ শিবপূজা উপলক্ষে চলা শতবছরের পুরাতন শিব মেলার নামে চলছে জুয়ার আসর। জেলার মোহাম্মদাবাদ ইউপি সংলগ্ন মন্দির এলাকায় ঐতিহ্যবাহী মেলাতে হরেক রকম পণ্য ও খেলনাপাতির সাথে চলছে জমজমাট জুয়ার আসর। 

মেলা কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি), স্থানীয় ইউপি চেয়ারম্যান  ও ইউপি সদস্যরা এই মেলা কমিটির সদস্য বলে জানা গেছে।

পহেলা বৈশাখ থেকে শুরু হওয়া মেলায় জুয়া চলে সন্ধ্যা থেকে চলে গভীর রাত পর্যন্ত। সেই সাথে মেলার আড়ালে চলে মাদক বিক্রি ও সেবন। মেলায় শিক্ষার্থীসহ উঠতি বয়সীদের ভিড় লক্ষ্য করা গেছে।

স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানায়, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ স্থানীয় প্রভাবশালীরা এই মেলার সাথে জড়িত রয়েছে।

তারা আরো জানান, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এসব কার্যাক্রম। তবে প্রশাসনের কেউই এই দায় নিতে নারাজ।

জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, জুয়ার বিষয় জানা ছিল না। যেহেতু আমার নজর এসেছে এখনই বন্ধ করা হবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.