প্রচণ্ড গরমে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিলয় হোসেন (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পাবনা ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল কলেরখাদ নামক এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত নিলয় ওই এলাকার জামাল প্রামানিকের ছেলে ও স্থানীয় আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
মৃত নিলয়ের চাচাতো ভাই স্থানীয় মেম্বার সজিব হোসেন জানান, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে অন্যান্যদের দিনের মত গোসল করতে যায় নিলয়। সাঁতার কম জানায় পানিতে তলিয়ে যায় নিলয়। পুকুরে গোসল করতে যাওয়া অন্যরা নিলয়কে ডুবে যেতে দেখে তারা চেষ্টা করে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করে। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার এসআই মো. রবিউল ইসলাম জানান, বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সাঁতার কম জানায় নিলয় পানিতে ডুবে মারা যায়। ঘটনাস্থল পরিদর্শনসহ নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।