× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

১৮ এপ্রিল ২০২৪, ১৮:৩০ পিএম

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪এর জাতীয়ভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার সকাল ১১টায় প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রাণালয় এর সহযোগিতায় এ প্রদর্শনীর উদ্বোধন হয়।

এর ধারাবাহিকতায় একই দিনে সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা প্রাণিসম্পদ মুক্তমঞ্চে উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনীর স্থানীয়ভাবে উদ্বোধন হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মজিবর রহমান মজনু উদ্বোধন ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  শেরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. মোছা. রেহানা খাতুন। সংশ্লিষ্ট দপ্তরের এলডিডি প্রকল্পে নিয়োজিত ডা. মোকরেমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা: ফারজানা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপ-পুলিশ পরিদর্শক(এসআই) শাহাদৎ হোসেন, গণমাধ্যকর্মী, খামারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তর চত্ত্বরে প্রদর্শনীতে ২৪টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি সাংসদ আলহাজ¦ মজিবর রহমান মজনু, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীসহ অন্যান্য অতিথিবৃন্দরা। 

অনুষ্ঠানে বক্তরা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই। দেশে আমিষ ও পুষ্টির চাহিদা  যোগান দিতে দেশের অর্থনীতিকে সমৃদ্ধি করতে প্রাণিসম্পদ বিশেষভাবে ভূমিকা পালন করছে। এই সম্পদকে রক্ষনাবেক্ষণ ও টিকিয়ে রাখতে আমাদের সবারই এগিয়ে আসা জরুরি।

উল্লেখ্য, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে সরকারি নির্দেশনা অনুয়াযী সপ্তাহব্যাপী বিনামূল্য গবাদিপশুর ভ্যাকসিন, ক্যাম্পেইন ও চিকিৎসা সেবা দেয়া হবে। তবে প্রদর্শনীর একদিনের হলেও প্রাণিসম্পদের সেবা সপ্তাহ কার্যক্রম আগামী ২২ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানান শেরপুর প্রাণিসম্পদ কর্মকর্তা।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.