গাইবান্ধায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর প্রাণিসম্পদ সেবা সপ্তাহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে বেলা ৪ টা পযর্ন্ত চলে প্রদর্শনী।
এ উপলক্ষে এক আলোচনা সভা গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মাহমুদ আল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর- ২ আসনের সংসদ সদস্য শাহ সরোয়ার কবীর। পরে পুরস্কার বিতরণ করা হয় ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা : মাহফুজার রহমান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্তসহ অন্যরা।
সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, বাছুর, ষাড়, মহিষ,ঘোড়া, ভেড়া, গাড়ল, ছাগল ,হাঁস-মুরগী, কবুতর, কয়েল, টিয়া , পেঁচা, ঘুঘুসহ দেশি বিদেশি বিভিন্ন জাতের প্রাণী দুগ্ধজাত পণ্য মিষ্টি, প্রাণিজাত পন্য উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি এবং বাজারজাতকরণ প্রযুক্তি প্রদর্শন করা হয়। পরে ৬ টি ক্যাটাগড়িতে ৩টি করে মোট ১৮ জনকে পুরস্কৃত করা হয়। এ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে ৩৫ টি স্টল স্থান পায়।
এ প্রদর্শনী আয়োজন করে গাইবান্ধা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।