× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেলান্দহে সম্পত্তি বিরোধে বৃদ্ধ খুন, গ্রেফতার ৩

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

১৮ এপ্রিল ২০২৪, ১৭:১৬ পিএম

জামালপুরের মেলান্দহে দুই স্ত্রী ও সন্তানদের সম্পত্তি নিয়ে বিরোধে বৃদ্ধ মোগল মোল্লার (৭০) খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলো ব্যক্তির জামাতা আ. লতিফ (৩৮), বেয়াই মো: হইবর  রহমান (৬০) এবং চাচাতো ভাই দুলাল মোল্লা (৬০)। ঘটনাটি ঘটেছে মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রামে।

অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ জানিয়েছেন, মোগল মোল্লার দুই স্ত্রীর সন্তানদের মাঝে সম্পত্তি নিয়ে  বিরোধ চলছিল। এ নিয় মোকদ্দমাও চলমান। ১৬ এপ্রিল দুপুরের দিকে মোগল মোল্লার নিজ ডোবায় তার ছোট ভাই মুকুল মোল্লা (৫০) মাছ ধরতে গেলে দ্বিতীয় স্ত্রী সাজেদা বেগম (৫৫) এবং তার ছেলে শাকিল আহমেদ (২৮), মেয়ে মনিকা বেগম (৩০), জামতা আ: লতিফ (৩৮), বেয়াই হইবর রহমান (৬০)সহ ৬/৭ জনে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ছেলে জামতা (মনিকার স্বামী) কুড়াল দিয়ে শ্বশুর মোগলের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় আহত মোগলকে প্রথমে মেলান্দহ পরে জামালপুর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ১৮ এপ্রিল রাত ২টার দিকে মোগলের মৃত্যু হয়। 

এ ঘটনায় প্রথম স্ত্রী ছানোয়ারা বেগম (৬০) বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে উপরোক্ত তিনজনকে আটক করেছে।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.