× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোসেনপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১৮ এপ্রিল ২০২৪, ১৪:১৫ পিএম

"প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারীদের অংশগ্রহণে বেলুন ও পায়রা উড়িয়ে এ প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। 

উপজেলা পরিষদ মাঠে আয়োজিত প্রদর্শনীতে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল-ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নূরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.মো. উজ্জল হোসাইন প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সরকারী-বেসরকারী কর্মকর্তা কর্মচারী,জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরির খামারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা। প্রদর্শনীতে ৪০টি স্টলে বিভিন্ন জাতের দেশি-বিদেশি গবাদি পশু, হাঁস, মুরগি,পাখি, কবুতরসহ বিভিন্ন ধরনের প্রাণী, প্রদর্শনসহ গবাদি পশুর খাবার প্রক্রিয়াজাত করণ ও রোগ-বালাই সংক্রান্ত বিষয়ে ধারণা দেওয়া হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.