× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোসেনপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১৮ এপ্রিল ২০২৪, ১৪:১৫ পিএম

"প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারীদের অংশগ্রহণে বেলুন ও পায়রা উড়িয়ে এ প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। 

উপজেলা পরিষদ মাঠে আয়োজিত প্রদর্শনীতে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল-ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নূরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.মো. উজ্জল হোসাইন প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সরকারী-বেসরকারী কর্মকর্তা কর্মচারী,জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরির খামারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা। প্রদর্শনীতে ৪০টি স্টলে বিভিন্ন জাতের দেশি-বিদেশি গবাদি পশু, হাঁস, মুরগি,পাখি, কবুতরসহ বিভিন্ন ধরনের প্রাণী, প্রদর্শনসহ গবাদি পশুর খাবার প্রক্রিয়াজাত করণ ও রোগ-বালাই সংক্রান্ত বিষয়ে ধারণা দেওয়া হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.