× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

১৮ এপ্রিল ২০২৪, ১৪:০৬ পিএম

“প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী/২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বরে বদলগাছী প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি পাসপাতাল এই প্রদর্শনী মেলার আয়োজন করেন।

এ উপলক্ষে বৃহস্প্রতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার (অঃ দাঃ) কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আবু তালেব প্রাং, বদলগাছী সহকারি কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান, বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এনামুল হক ও  আব্দুর রহিম দেওয়ান বাবলু প্রমূখ।  
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ নাজমুল হক।
 দিন ব্যাপী এ প্রদর্শনী মেলায় ৪০টি স্টলে নানা প্রজাতির প্রাণী প্রদর্শিত হয়। শেষে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.